প্রকাশের সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ । ৮:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় ঝিনাইগাতীতে   ড্রাইভার ও সুপারভাইজার গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনায় বাসের ড্রাইভার সিরাজুল ইসলাম(৪৮) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)কে গ্রেফতার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার বন্ধভাটপাড়া – কালীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।গ্রেফতারকৃত সিরাজুল শেরপুর পৌর শহরের মীরগঞ্জ গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং জনি মিয়া চাপাতলী গ্রামের আনিসুর রহমানের ছেলে।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্ধভাটপাড়া- কালীনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া সিরাজুল ও জনিকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি উল্লেখ্য যে, ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় আদিল সরকার নামে একটি বাসের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হয়। এ ঘটনার পর পালিয়ে যায় বাসের ড্রাইভার ও সুপারভাইজার।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন