প্রকাশের সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ । ৭:২৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরের নালিতাবাড়ী থানায় বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ১০৬ বোতল বিদেশী মদসহ হামিদুল ইসলাম বাবু (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে শুক্রবার রাত পৌণে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে।থানা পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাঁচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ।এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান,গ্রেপ্তারকৃত হামিদুল ইসলাম বাবুকে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন