ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, অপরাধ বিষয়ক সাংবাদিকরা অপরাধ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করে থাকেন। আর পুলিশ আইনের মাধ্যমে অপরাধ দমনে এবং অপরাধ হয়ে গেলে তা প্রতিকারমূলক কাজ করে থাকেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। এতে ক্র্যাব সভাপতি মির্জা তমাল মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়।
কমিশনার হাবিবুর রহমান বলেন, সাংবাদিকতা পেশা মানবসভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করে, মানব সমাজকে অপরাধমুক্ত থাকতে সাহায্য করে এবং মানব সমাজকে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে। সাংবাদিকরা জীবিকার জন্য প্রত্যক্ষভাবে কাজ করলেও পরোক্ষভাবে সমাজের জন্যও কাজ করে থাকে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন , স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সাংবাদিক, পুলিশসহ সকল পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করলেই ২০৪১ সালে গিয়ে সেই উন্নত বাংলাদেশ দেখতে পাব।