ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মনিরুজ্জামান মনির (৪৮) নামে এক পুলিশের উপ–পরিদর্শকের।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ভরাডোবা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার রাজবল্লবপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ জানান, নিহত এসআই মনিরুজ্জামান মামলা স্বাক্ষ্য দিতে নারায়ণগঞ্জ আদালতে গিয়েছিলেন। সেখান থেকে বিকালে মাইক্রোবাসযোগে ময়মনসিংহে ফিরছিলেন। ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে ছিটকে পড়ে।
এ ঘটনায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেন বা কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের কারণে চালকের অসাবধানতায় এই ঘটনা ঘটতে পারে।