পশ্চিম সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে নদী সাঁতরিয়ে লোকালয়ে আসার পথে একটি হরিণ শাবককে উদ্ধার করে অবমুক্ত করল বনবিভাগ।
শুক্রবার(৯ ফ্রেবুয়ারী) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় খোলপেটুয়া নদীতে একটি হরিণ শাবককে সাঁতরিয়ে পার হতে দেখে স্থানীয়রা। পর বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তাকে খবর দেওয়া হলে বনবিভাগ কর্মকর্তাবৃন্দ ও সিপিজি সদস্যরা স্পিড বোডে যেয়ে উদ্ধারের চেষ্টা চালায়।
দীর্ঘ সময় চেষ্টা করার পর হরিণ শাবককে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান।
তিনি বলেন সম্ভবত সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে একটি হরিণ খোলপেটুয়া নদী সাঁতরিয়ে গাবুরা দিকে লোকালয়ে আসছিলো। স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে খবর দিলে বনবিভাগ ও সিপিজি সদস্যবৃন্দ স্পিডবোড যোগে যেয়ে তাকে উদ্ধার করা হয়। তিনি বলেন এটি চিত্রল মেয়ে হরিণ। তার বয়স কম।
স্থানীয় সাংবাদিক আব্দুল হালিম সহ বনবিভাগকর্মকর্তাবৃন্দ বলেন মাঝে মাঝে সুন্দরবনের বাঘ হরিণ সহ অন্যান্য প্রাণী শিকারের উদ্দেশ্যে আক্রমণ করে থাকে। এটিও তারই অংশ। উদ্ধারকৃত হরিণটিকে সুন্দরবনের কলাগাছিয়া নামক স্থানে পরিচর্যা শেষে অবমুক্ত করা হয়েছে।