প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ । ২:১১ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে পার্কের অভিযানে মোটরসাইকেল আরহীদের ৪০হাজার টাকা জরিমানা-৫টি আটক

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহে শিল্পচার্য জয়নুল আবেদীন পার্কে ট্রাফিক পুলিশ ও কোতোয়ালী মডেল থানার যৌথ অভিযানে হেলমেট বিহীন ও কাগজপত্রের ক্রুটি থাকায় ১২টি মোটরসাইকেল আরহীদের ৪০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অধিক ক্রুটিপুর্ন ৫টি মোটরসাইকেল আটক করা হয়। 

ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগ ও কোতোয়ালী মডেল থানার উদ্যােগে বুধবার ৩১ জানুয়ারী বিকেলে জয়নুল আবেদীন বেটবল চত্তরে, মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার জন্য হেলমেড বিহীন আইনের আওতায় এনে অভিযান করা হয়।

এ সময় ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগের টি আই প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন, টি আই মোঃ জহির, ইন্সপেক্টর তদন্ত মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সার্জেন্ট এস এম শওকত হোসেন, এস আই আনোয়ার হোসেন, এস আই রিফাতসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন