প্রকাশের সময়: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ । ২:১২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ ডিবি’র পৃথক অভিযানে একশত পিস ইয়াবা ও দশ বোতল বিদেশী বিয়ারসহ গ্রেফতার-২

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহে পৃথক অভিযানে ১শত পিস ইয়াবা ট্যাবলেট ও বিদেশী ১০ বোতল বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। 

অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশনায় মাদক চুরি ছিনতাই রোধে ডিবি পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন চর শ্রীরামপুর পূর্বপাড়া শিকদার মার্কেট সাকিনস্থ মোঃ হাতিম আলীর দুইতলা বাড়ী (হাতিম মঞ্জিল) এর সামনে ফাঁকা জায়গায় হইতে ২৯ জানুয়ারি ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই এলাকা হতে এসআই আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন