
আব্দুল্লাহ আল আমিন।।
রংপুরে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী (এমপি)।
এসময় ২২০ জন শিক্ষার্থীর মাঝে দশ লাখ টাকার চেক ও পঞ্চাশ জন কিশোরীকে বাইসাইকেল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রংপুর আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী (এমপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।