নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেকারীর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৭:৫৯ পিএম 46 বার পড়া হয়েছে
শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে বিনানোমুদিত খাদ্য তৈরী করাসহ বাজারজাত করার অপরাধে পৌরসভার জালালপুর মন্ডলপাড়া এলাকার মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর মালিক মো. হেকমত আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বেকারীর মালিক মো. হেকমত আলী ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।১৯ নভেম্বর রবিবার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ নির্বাহী বিচারক হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়।এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় বিপুল পরিমান খাদ্য সামগ্রী জনসম্মূখে ধ্বংস করে দেওয়া হয়। এসময় পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর সাইনবোর্ডে প্রোপাইটর (স্বত্বাধিকারী) হিসেবে জনৈক মো. দেলোয়ার হোসেনের নাম ব্যবহার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য