সব
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র সার্বিক তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানায় অফিসার ইনচার্জদের নির্দেশনায় পুলিশ সদস্যদের কর্মতৎপরতায় অপরাধ প্রবনতা কমিয়ে জেলা পুলিশ সুনাম অর্জন করলেও তা যেন রসাতলে ডুবিয়ে দিচ্ছে ফুলবাড়িয়া থানা পুলিশ।
সূত্রমতে ফুলবাড়িয়া উপজেলায় থানা পুলিশকে মাসোহারা দিয়ে মোঃ নাজিরের নেতৃত্বে নয়নবাড়ী, মোঃ উজ্জ্বলের নেতৃত্বে লাহেড়ী পাড়া, মোঃ আল আমিনের নেতৃত্বে ফালোর বাজার, মোঃ আতাউরের নেতৃত্বে ভালুকজান ফায়ার সার্ভিস এলাকা, মোঃ আব্দুল গনির নেতৃত্বে কোদাইল্লা পাড়, আছিম, দেওখোলা, দাপুনিয়াসহ প্রায় ১০/১৫টি স্পষ্টে দেদারছে চলছে জুয়াড় আসর, হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা, গাঁজা, হেরোইনেরমত সর্বনাশা মাদক। স্কুল কলেজের শিক্ষার্থী, উঠতি বয়সের যুবকরা জুয়া মাদকে জড়িয়ে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। স্থানীয় সচেতন মহল বলছে এর দায় এড়াতে পারেনা আইন শৃঙ্খলা বাহিনী।
অফিসার ইনচার্জের সাফাই গাওয়া দুধে ধুয়া এস আই আল আমিন দুইটি বিটের দায়িত্বে থাকলেও জুয়া ও মাদকের মাসোহারা আসে তার হাতেই। তিনি নাকি শালিশ দরবারেও খুব পটু।
সম্প্রতি চাকুরী দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ বরাবর করলে তার তদন্ত করছেন এস আই আল আমিন। অভিযোগটিকে পুঁজি করে মামলা রেকর্ডের পরিবর্তে শালিশ দরবার করে মিট মিমাংসার কথা বলে কালক্ষেপণ করেন।
দেওখোলা এলাকায় ব্যাপক প্রচার রয়েছে অভিযোগ আমলে নিয়ে রেকর্ড না করার শর্তে অফিসার ইনচার্জকে ম্যানেজের নামে অভিযুক্ত শাহিনুর রহমানের চাচাতো ভাই নাজমুল ও স্থানীয় সানাউল্লাহ’র মাধ্যমে দাপুনিয়া বাজারে বসে পঞ্চাশ হাজার টাকায় রফাদফা করায় থানায় মামলাটি রেকর্ড ভূক্ত হয়নি। ভুক্তভোগী অগ্যতা বিজ্ঞ আদালতে মামলাটি নথিভূক্ত করলে বিজ্ঞ আদালত পিবিআই’কে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এসকল বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন জুয়ার স্পষ্ট গুলো সম্পর্কে জানালে আমি ব্যবস্থা নিব, অপরদিকে জুয়ার স্পটগুলোর দায়িত্বে থাকা একাধিক ব্যক্তি মুঠোফোনে জানায় থানা পুলিশকে দৈনিকহারে টাকা দিয়েই এ জুয়া খেলা অনুষ্ঠিত হয়। আপনারা সাংবাদিকরা জুয়া খেলার নিউজ করে আমাদের কিছুই করতে পারবেন না।
ফুলবাড়িয়া উপজেলার সচেতন মহল জেলা পুলিশ সুপারসহ আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
মন্তব্য