সব
শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর অসহায় আব্দুস ছালাম স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আব্দুস ছালাম একদিকে বয়সের ভাড়ে অসুস্থ্। অপরদিকে এই অসুস্থ শরীর নিয়ে দিনমজুরির কাজ সংসার চালানো দায় হয়ে পড়েছে।
এছাড়া মাত্র ৩ শতাংশ জমির উপর ভাঙ্গাচুরা একটি টিনের ঘর থাকলেও অর্থের অভাবে মেরামত করতে পারছেনা ঘরটি। ছেলে মেয়েদের পড়াশুনা চালিয়ে যাওয়ার পাশাপাশি খেয়ে না খেয়ে চলছে তার সংসার। যতই দিন যাচ্ছে,অন্ধকারের অতলগহীণে ডুবিয়ে যাচ্ছে তার জীবন ও জীবিকা।এ ব্যাপারে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী আব্দুস ছালামের অসুস্থ্যতার বিষয়টি জানতে পেরে চিকিৎসার জন্য সামান্য আর্থিক সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
হতদরিদ্র আব্দুস ছালাম বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তার ৩ শতাংশ জমির উপর একটি ঘর নির্মাণের আবেদন জানানোর পামাপাশি সমাজের বৃত্তবান ও অর্থবান ব্যক্তিদের আব্দুস ছালামের চিকিৎসা সহ তার ৩ সন্তানের লেখাপড়ার আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য