সব
নওগাঁর পাইকবান্দা রেঞ্জের আওতায় ধামইরহাট উপজেলার জাতীয় উদ্যান আলতাদিঘী ও বিশাল আকারের ২ শত বছরের পুরনো শাল বাগান থেকে অনুমোদন ছাড়াই বিট কর্মকর্তার বিরুদ্ধে শাল গাছ বিক্রির অভিযোগ তুলেছে স্থানীয়রা।
তাদের দাবি দালালদের মাধ্যমে গাছ কর্তন করে কোন এক বাড়িতে লুকিয়ে রাখা হয়। সময় সুযোগ বুঝে ঐ সব গাছের ডাল পালা জ্বালানি বিক্রি। ও করাত কলে নিয়ে কাঠ ফাঁড়ে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আলতাদিঘীর পুর্ব পার্শে জনৈক ব্যক্তির খলিয়ানে সরজমিনে গেলে দেখা যায়, শাল গাছের গুল ও খড়ি স্তুপ করা আছে।
এ ব্যাপারে ধামইরহাট বিট কর্মকর্তা মো. আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ” কিছু দিন আগে কয়েক জনের নামে গাছ চুরির মামলা দিয়েছি তাই তারা মিথ্যা অভিযোগ করেছে, গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না এবং গাছ কাটা হয়েছে এমনটা আমি কালেক শান করিনী, তবে মারা যাওয়া গাছ হয় তো বা কেই জ্বালানির জন্য কাটতে পারে আমি বিষয়টা দেখছি।”
মন্তব্য