সব
ময়মনসিংহে র্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে নান্দাইল উপজেলার কানুরামপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯শ’ ৪৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন। তিনি জানান, ৯ আগস্ট (মঙ্গলবার) রাতে ময়মনসিংহের জেলার নান্দাইল উপজেলার ৩নং ওয়ার্ড কানুরামপুুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-মুজিবুর রহমান @ মুজিব (৩৬), নুরুজ্জামান @ মোজাম্মেল (৪০) ও রাব্বি মিয়া (২০)-কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৯শ’৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার নান্দাইল থানাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ সকল অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য