সব
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে সেপ্টেম্বর ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, বিজিবির কোম্পানি কমান্ডারসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সাম্প্রতিককালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে চোরের উপদ্রুপ বৃদ্ধি পাওয়ায় মাদক সেবীদের বিরুদ্ধে শারাশি অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য