সব
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব নির্বাচিত ত্রি বার্ষিক কার্য নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৩ এর প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল কিন্ডারগার্টেন এর মালিক শিক্ষকদের সমস্যা সম্ভাবনার কথা শুনে বলেন দেশের কোন মানুষ কষ্টে থাক বঙ্গবন্ধু কন্যা কখনোই চান না।
শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় মিরপুর সিটি মহলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান ড. এলএম কামরুজ্জামান এর সভাপতিত্বে ত্রি বার্ষিক কার্য নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি গোলাম মোস্তফা জী.এম, (সাবেক চেয়ারম্যান বিকেএ), মূল প্রদিবেদন উপস্থাপক জিএম জাহাঙ্গীর কবির রানা (মহাসচিব বিকেএ), শপথ বাক্য পাঠ করান বেলাল আহমেদ (প্রধান নির্বাচন কমিশনার বিকেএ)।
প্রধান অতিথি আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানান যিনি সারাটি জীবন এদেশের মানুষের জন্য কাজ করেছেন সেই মহান জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতি। তিনি বলেন খেটে খাওয়া মানুষের সন্তানদের দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা কিন্ডারগার্টেন স্কুল গুলি শিক্ষা প্রদান করে আসছে, শিশু সন্তানরা সুশিক্ষা পাচ্ছে। অবহেলিত বাংলার মেয়েদেরকে আজকে সম্মানের জায়গায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মানবতা খুঁজতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিবারের দিকে তাকান। প্রতিবন্ধীরা আবেগজরিত কন্ঠে বলে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমরা আজকে ভালো আছি। একটি সৎ মানুষের হাতে যদি একটি প্রতিষ্ঠান থাকে তাহলে সেই প্রতিষ্ঠান মাথা উচুঁ করে দাঁড়ায়, তেমনি একটি দেশ যদি সৎ মানুষের হাতে থাকে তাহলে সেই দেশটি মাথা উচুঁ করে দাঁড়ায়, আর সেই সৎ মানুষ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তাই বাংলাদেশে এত উন্নয়ন। মদিনাওয়ালার ইসলাম বুকে থাকলে কেউ অসৎ হতে পারে না। মউদুদীবাদী ইসলাম বুকে ধারণ করে বিএনপি-জামাত, তাই তারা দেশ বিরোধী কার্যকলাপ করে। তিনি আরো বলেন বাংলাদেশ দুটি দলে বিভক্ত, একটি হল মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি, আরেকটি হল পরাজিত শক্তি। বঙ্গবন্ধু কন্যা বলেছেন সৎ কাজ কর, সৎ পথে চল।
মন্তব্য