সব
সেবা প্রার্থীকে চরম হয়রানি,অসৌজন্যমূলক আচরণ,হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং মানবাধিকার লংঘনের প্রতিবাদে রাঙামাটির (দুদক) উপ-পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহরের কালিন্দিপুর সড়ক সংলগ্ন বাজার ফান্ড কার্যালয়ের (নিচতলা) রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে দুদক উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের বিরুদ্ধে নানান অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বরকল উপজেলার দয়াল কুমার চাকমা।
সংবাদ সম্মেলনে সেবা প্রার্থী দয়াল কুমার চাকমা তার লিখিত বক্তব্যে উপস্থিত স্থানীয় প্রিন্ড ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের কাছে বলেন, গত ২৮ আগষ্ট ২০২৩ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের নিজ কার্যালয়ে বরকল উপজেলার ২৪টি অস্বিত্বহীন ভুয়া প্রকল্পের বিপরীতে ২ কোটি ৪৩ লÿ টাকার সরকারি অর্থ আতœসাতের বিরুদ্ধে চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন বরাবরে অভিযোগ করলে সেখান থেকে ৪টি মামলা দায়ের করেন রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন । ওই মামলা গুলো অনুসন্ধান ও তদন্তের জন্য একটি আবেদনপত্র নিয়ে উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের সাথে দেখা করতে যাই। ওই সময় উপ-পরিচালক জাহিদ কালাম আমাকে দেখা মাত্র উত্তেজিত হয়ে উঠে। তখন আমার সাথে আরো দু’জন ভদ্র লোক ছিলেন। ওই দু’জন ভদ্র লোককে চলে যেতে বলে আমাকে তিনি জর্ঘন্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধমকি সহ অসৌজন্যমূলক আচারণ ও ভয়ভীতি প্রদর্শন করে।
দয়াল কুমার চাকমা বলেন, ২০১৮-২০১৯ ও ২০২০-২০২১ অর্থ বছরের মধ্যে জেলার বরকল উপজেলা জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন প্রকল্পের সরকারী অর্থ আতœসাৎ এর বিরুদ্ধে রাঙামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া,উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা,সহকারী প্রকৌশলী জ্যোর্তিময় চাকমা,সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সালাম,ঠিকাদার অমলেন্দু চাকমা,ঠিকাদার চিংহেন রাখাইন,ঠিকাদার মিলন তালুকদার ও বরকল ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনসহ মোট ৯জনের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুর্নীতি কমিশন সমন্বিত কার্যালয় রাঙামাটি মামলা দায়ের করেন। কিন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই ৯জনের বিরুদ্ধে মামলা হওয়া সত্তে¡ ও তারা প্রকাশ্যে সরকারী চাকরি করছে আর কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এসব সত্য কথা বলতে গিয়ে আমি দুদক উপ-পরিচালকের রোষানলে পড়েছি। তাই আমি এটার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করছি।
মন্তব্য