সব
ঢাকা নগরীর পল্টন টাওয়ারে ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক আজকের বসুন্ধরা ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানার সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন দৈনিক আজকের বসুন্ধরা চীফ রিপোর্টার বিএমইউজে সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান বাবুল, দৈনিক আজকের বসুন্ধরা চীফ ক্রাইম রিপোর্টার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানসহ বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিবৃন্দ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার তানিয়া সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।আলোচনার ফাঁকে ফাঁকে মিলন মেলার আনন্দ বিনোদনের জন্য সংস্কৃতি অনুষ্ঠানে প্রতিনিধিবৃন্দ গান পরিবেশন করেন।
পত্রিকার সকল প্রতিনিধিদের কাজের মূল্যায়ন করে পুরুষ্কৃত করা হয় এবং প্রত্যয়নপত্র, কলম, ফিতা, কোর্টপিন, মগ, স্টিকার, চাবির রিং, নোট বুক ইত্যাদিসহ সম্মাননা প্রদান করা হয়।পত্রিকার সফলতার ১৮ বর্ষপূর্তিতে কেক কেটে মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন সম্পাদক সোহেল রানা।
মন্তব্য