সব
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সডিল ও ফেন্সিডিল বহনের দায়ে একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। এ সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে অন্যান্য অপরাধের দায়ে আরো চার অপরাধীকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার চৌকস ও দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকশ টীম অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে চর কালিবাড়ী ময়লাকান্দা নামক স্থানে শম্ভুগঞ্জ টু ময়মনসিংহগামী পাকা রাস্তা থেকে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, টাঙ্গাইলের বিধু কর্মকার, ফুলপুরের প্রবীর সরকার এবং শেরপুরের নালিতাবাড়ীর মোঃ রাকিব ও আবুল হোসেন। তাদের কাছ থেকে ১৪০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। আইন শৃংখলা বাহিনীর তথ্য মতে, গত কয়েক মাসের ফেনসিডিলের এটি সর্ববৃহৎ চালান।
এছাড়া এসআই সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সি ঘোষ রোড এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী মনিরুল ইসলাম কাইয়ুম ওরফে হৃদয়, মোঃ আলামিনকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই মাহমুদুল ইসলাম ও সোহরাব হোসেন অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামি দিহান ও মোঃ সোহেলকে গ্রেফতার করে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
মন্তব্য