সব
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল চৌরাস্তা কিশোরগঞ্জ রোডে অরন্যপাশা এলাকায় সোমবার (৩১জুলাই) মেসার্স রায়হান এন্টারপ্রাইজ দোকানের আরএফএল কোম্পানীর এক্সক্লোসিভ শো-রুমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন নির্বাহী পরিচালক দীলিপ কুমার সূত্রধর। এ উপলক্ষে বাদ জহুর দোয়া মিলাদ মাহফিল আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে শো-রুমের যাত্রা শুভ সূচনা করা হয়। রায়হান এন্টারপ্রাইজের মালিক মোহাম্ম আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠানে এলাকার মুরুব্বী প্রবীন শিক্ষক নেকবর আলী মাস্টার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আওয়ামীলীগ নেতা আব্দুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আরএফএল কোম্পানীর প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত শো-রুমে আরএফএল কোম্পানীর উন্নতমানের দরজা, জানালা সহ জাহাজের দরজা, লোহা, কাঠের চৌকাট, সোফা সেট ও যে কোন কাঠের ও ষ্টীলের দরজা পাওয়া যাবে। প্রোপাইটর আবুল বাশার সকলকে এই শো-রুমের সেবা গ্রহনের আবহান জানান।
মন্তব্য