সব
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আজ বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।প্রথমে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ,শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বাহির করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবলীগের কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে শাহা আলমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,গোলাম মোস্তফা,মোফাজ্বল হোসেন চাঁন, আবু তাহের প্রমুখ।অপরদিকে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ,মশিউর রহমান, সেচ্ছা সেবকলীগের সামিউল হক রনি, আজিজ খাঁন প্রমুখ।
মন্তব্য