সব
ময়মনসিংহ নগরীতে যখন খালের জায়গা দখলমুক্ত হচ্ছে সেখানে গত এক বছর ধরে ৮২/৬ সেনবাড়ী রোড তিন রাস্তার মোড়ে চৌধুরী ভবনের মালিক প্রভাব ও ক্ষমতার দাপটে সিটি কর্পোরেশনের ড্রেনের জায়গা দখল করে সীমানা প্রাচীর দিয়ে জনগনের পায়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে । তাঁর ভবনের সৌন্দর্য বর্ধন করার জন্য ফুলের টব দিয়ে বাগান তৈরী করে ড্রেনের জায়গাটি নিজের দখলে নিয়েছে । ড্রেনের উপর ফুটপাত দিয়ে অসংখ্য মানুষ চলাচল করে।
তিন রাস্তার মোড় হওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির কারনে এলাকার সাধারন জনগনের দূর্ভোগ সৃষ্টি হচ্ছে। পথচারীগন ঝুকি নিয়ে মুল রাস্তার উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। উল্লেখ্যে যে প্রভাবশালী ডা: যে স্হানটি দখল করে নিয়েছেন সেই এলাকাটি জনবহুল।
এলাকাবাসী এই ঘটনাটি মসিক মেয়র ইকরামুল হক টিটু, স্হানীয় কাউন্সিলরকে বিগত এক বছর ধরে সমাধানের কথা বলে যাচ্ছেন।। কিন্তুু বাস্তবে সমাধান হচ্ছেনা অদৃশ্য শক্তির কারনে।
এলাকাবাসীর দাবী খাল উদ্ধারের মতো ড্রেনের জায়গা দখলে আনার জন্য মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন । এবং জনদূর্ভোগ সৃষ্টিকারী প্রভাবশালী ডা: মো: জিয়া উদ্দিন চৌধুরী এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনের দাবী জানান।
মন্তব্য