সব
মুক্তাগাছায় দরিচারআনী বাজার, তোহা বাজারে স্থায়ী কাঠামো নির্মাণ কাজ বন্ধ রেখে ব্যবসায়ীদের ভিটিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দাবি করেছেন মুক্তাগাছা উপজেলা হাটবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানিক আহমেদ। ব্যবসায়ীদেয় পক্ষে মেয়র মুক্তাগাছা পৌরসভা বরাবরে আবেদনের মাধ্যমে এ দাবি করা হয়।
জানা যায়, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান স্বাক্ষরিত স্মারক নং ৩১.৪৫.৬১৬৫.০০০.৫১.০০১.২০২৩-৪৩৯ তারিখ ৭/৬/২০২৩ মোতাবেক পারাটঙ্গী মৌজাস্থিত ১ নং খাস খতিয়ান ভূক্ত বিআরএস ১৭৪৯ দাগে দড়িচারআনি বাজারে পেরিফেরীভূক্ত তোহা বাজারে কৃষি মার্কেট প্রাণী সম্পদ অধিদপ্তরের অর্থায়নে ৫৬ টি স্থায়ী কাঠামো দোকানঘর নির্মাণ কাজ চলমান দেখে তা বন্ধ রাখার অনুরোধ করা হয়।
এবিষয়ে মুক্তাগাছা পৌর মেয়র বিল্লাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা আমার ব্যাক্তিগত কাজ নয়, প্রানী সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কাজ। এটা কাঁচা মাল বিক্রেতাদের জন্যই করা হয়েছে। এটা দোকান সিষ্টেম করা হয়েছে তবে শার্টার থাকবেনা। প্রতিটি উপজেলায় একই ডিজাইনে কাজ হচ্ছে। একটা শ্রেনীর লোকেরা কাঁচা বাজারের ব্যবসায়ীদের ভুল বুজচ্ছে, কিন্তু আসলে এটা কাঁচা বাজারের জন্যই করা হয়েছে।
নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি দিয়েছিল আমি তাঁর লিখিত জবাব দিয়েছি।
মন্তব্য