এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শরীফ উদ্দিন, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম আধার, বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্মিত সাধারণ সম্পাদক আদীল মাহমুদ উজ্জ্বল, বিটিভির জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সম্পাদক মানিক দত্ত, চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তাগন জেলার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য জেলা প্রশাসকের কাছে তাদের মতামত তুলে ধরেন।জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “শেরপুর জেলার সকল নাগরিককে নিয়ে আমাদের পরিবার। জেলার সকল সমস্যা এবং সম্ভবনা নিয়ে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। যে কোন বিষয়ে সাংবাদিকদের কাছে সবচেয়ে বেশি তথ্য থাকে। তাই আপনাদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের পাশে থাকতে চাই।” এসময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য