সব
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা -২( হোমনা-মেঘনা) আসনে আওয়ামীলীগের গণসংযোগ, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকাল ১১ টায় মেঘনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শফিকুল আলম বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে হোমনা উপজেলায় পৌছলে হোমনা উপজেলার সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ও সাধারন সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান আবুল সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান, এ উপলক্ষে হোমনা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেঘনা উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও হোমনা -মেঘনা আসন পুনঃপ্রতিষ্ঠা কমিটির সভাপতি মো. শফিকুল আলম।
এসময় শফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর মহানুভবতায় দীর্ঘ ২৯ বছর হোমনা- মেঘনা আসন পুনর্বহাল হয়েছে এটি ছিল আমার স্বপ্নসাধ। আসন্ন দাদ্বশ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই এক সংঙ্গে কাজ করে মানননীয় প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দিতে চাই। আসুন সমস্ত ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি করে বিএনপি জামাতের অপশক্তিকে মোকাবেলা করি।
এসময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া, রতন শিকদার, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ন সচিব এ্যাড. আলী আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার হাউদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির,সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শাহ আলম খন্দকার, মো. ফজলুল হক মোল্লা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ, কে,এম ছাদেক, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রধান প্রমুখ।
পরে শতাধিক মোটর সাইকেল ও অর্ধ শতাধিক মাইক্রোবাস নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটর শোভাযাত্রা করে বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
মন্তব্য