সব
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ওর্য়াড কমিটির সদস্যদের নিয়ে দ্বন্দ্ব ব্যবস্থাপনা, সালিশ পদ্ধতি এবং গ্রাম আদালত ও লিগ্যাল এইড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই ২০২৩ বুধবার প্রশিক্ষণটি পরিচালনা করেন, কারিতাসের প্রজেক্ট অফিসার ওসমান গণি, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রমা পিছিলা ম্রং, মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল। প্রশিক্ষণে শালিস সম্পর্কে ধারনা, সালিস এর প্রক্রিয়া, শালিস পরিচালনা, লিগ্যাল এইড বিষয়ক, বিরোধ নিষ্পত্তি, বিরোধ নিষ্পত্তির মামলাসমূহ, দ্বন্দ্ব ব্যবস্থাপনা কি? দ্বন্দ্ব ব্যবস্থাপনা গুরুত্ব এবং কিভাবে বাস্তবায়ন করা য়ায়? দ্বন্দ্ব ব্যবস্থাপনায় ওয়ার্ড কমিটির সদস্যদের ভূমিকা কি? গ্রাম আদালত কি? গ্রাম আদালতের গঠন, বিচার প্রক্রিয়া সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে ওয়ার্ড কমিটির সদস্যগণ অংশ নেন।
মন্তব্য