সব
পঞ্চগড়ের তেতুলিয়ায় বেসরকারী মাধ্যমিক স্কুলের ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন বৃদ্ধিসহ চাকরী জাতীয় করনের দাবীতে তেঁতুলিয়ায় সকল মাধ্যমিক বিদ্যালয় সমূহে ক্লাস বর্জনসহ কর্মবিরতি ঘোষনা করেছেন তেতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক গত মঙ্গলবার ১৯ জুলাই উপজেলা শাখা শিক্ষক সমিতি জরুরি সভা অনুষ্ঠিত করা হয়। তেতুলিয়া শাখা বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ উমের আলীর সভাপতিত্বে ৩৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্মচারীসহ সমিতির সদস্যগন উপস্থিতে ছিলেন। চাকরী জাতীয় করনের দাবীতে বুধবার ১৯জুলাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনী কক্ষে বা ক্লাসে না গিয়ে কর্মবিরতি ঘোষনা করেন।
এই সময় বক্তব্য রাখেন তেতুলিয়ার শিক্ষক সমিতির সাধারণ সমম্পাদক ও সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হক,ভজনপুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক কাবুল ,খালেদা জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুর ইসলাম,ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সমিতির প্রচার সম্পাদক সোহরাব আলী প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকাই শিক্ষদের শান্তি পুণ্য অবস্থান কর্মসূচি চলাকালে তাদের উপর পুলিশের লাঠি চার্জ মারধর ও হয়রানির প্রতিবাদে ক্লাস বর্জন করছেনড় জানান।
রনচন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন,সরকার দেশকে ডিজিটাল থেকে স্মার্ট করতেছে এই স্মার্ট বাংলাদেশে শহরে একজন ডাক্তারকে দেখাতে গেলে ৮০০ হতে ১০০০ টাকা ফি লাগে আর আমরা চিকিৎসা ভাতা পাই ৫০০ টাকা। ঘর ভাড়া ১রুম ২০০০ হতে ৩০০০ টাকা আর আমরা পাচ্ছি মাত্র ১০০০ টাকা এতে আমাদের চলেনা আমাদের চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া সহ জাতীয় করনে বৈষম্যের অবসান চাই।
আজীজ নগড় মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন বলেন,সরকারের কাছে আমাদের অনেক দাবী বাড়ি ভাড়া ১০০০ টাকা। এটা অত্যন্ত লজ্জার একটা কথা।সরকার আামাদের যে উৎসব ভাতা ২৫% টাকা আর একটি ছাগল ক্রয় পরিবারের কাপড় চোপর কিনতেতো এর চেয়ে বেশি খরচ হয়। সরকারের কাছে আমাদের শিক্ষদের দাবী সহ জাতীয় করনের বৈষম্যের অবসান চাই।এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী শিক্ষকদের প্রতিবাদ কর্মসুচী ক্লাস বর্জনের কথা জানালে তিনি কিছু জানেন না।
মন্তব্য