সব
সীমান্তবর্তী গারোপাহাড়ী জনপদ শেরপুর জেলার ঐতিয্যবাহী জেলা ব্র্যান্ডিং তুলশীমালা চাল। এই চাল অতিসম্প্রতি ভৌগলিক নিদর্শন (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন প্রাপ্ত হয়েছে। আজ বুধবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আমহেদ। এছাড়াও জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “জনসেবায় জনহাসি” বই এর মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফকরুজ্জামান জুয়েল।এছাড়াও বীর মুক্তিযুদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য