সব
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক ৪ বারের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগি ও নান্দাইলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,বীরমুক্তিযোদ্ধা মরহুম খুররম খাঁন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গল বার(১৮জুলাই)শামছুন্নেছা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা জনাবা রওশনআরা বেগমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বরণ সভায় মরহুমের কর্মবহুল জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,আশরাফ চৌধুরী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হাসান, সাবেক ইউপি সদস্য মোকসেদ আলী,সহকারী কাজী মাওলানা শফিকুল ইসলাম সহ প্রমুখ।
এসময় স্মরণ সভায় ও দোয়া মাহফিলে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক- শিক্ষিকা সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা সহ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাহেব বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা শিব্বির আহম্মেদ বাচ্চু।
মন্তব্য