সব
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের রিটানিং অফিসার মো: জিয়াউর রহমান খলিফা এ ফলাফল ঘোষনা করেন। এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহর ও কেন্দ্র গুলোতে ব্যাপক আইনশৃংখলাবাহিনি মোতায়ন করা হয়।
প্রসংগত; এই প্রথম ভান্ডারিয়ার সবগুলো কেন্দ্র ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া পৌরসভার মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বদিতা করছেন। এছাড়াও ৯ টি ওয়ার্ড সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভান্ডারিয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভাটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯হাজার ৬শত ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ৫ হাজার ৭১ ভোট পেয়ে পরাজিত হন।
মন্তব্য