সব
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ২১ মার্চ মঙ্গলবার ০২টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট অফিস, মুন্সিগঞ্জ এর কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসে আগত সেবা গ্রহীতাদের লাইনে দাড়িয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে। টিম গ্রাহকদের বিশেষ চিহ্নযুক্ত আবেদন জমা এবং অফিসের পার্শ্ববর্তী দোকানে অবস্থানরত দালালদের বিষয়ে অফিসের সহকারী পরিচালককে সতর্ক করে।
পানি উন্নয়ন বোর্ড, কয়রা,খুলনা এর অধীন বাস্তবায়িত বাঁধ মেরামত প্রকল্পে অনিয়মের আশ্রয় নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয় খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়রা সদরের গোবরা নামক স্থানে ১৮০০ মিটার মাটির কাজ ও জিও টেক্সটাইল এর কাজ পরিদর্শন করা হয়। ২০২১-২২ ও চলতি বছরের ২ টি পোল্ডার এর আওতায় মোট ১৮ টি প্যাকেজের কাজ গ্রহন করা হয়েছে। বেশ কিছু প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে এবং কিছু প্যাকেজের কাজ চলমান রয়েছে।
মন্তব্য