সব
প্রতিকী ছবি
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দশ বছরের সাথী নামে এক শিশু কীটনাশক পানে আত্নহত্যা করেছে।
উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের নিজের বাড়িতে কীটনাশক পানের পর সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।সাথী শ্রীফলকাটি গ্রামের দিনমজুর ফারুক হোসেনের মেয়ে ও বিএসটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
সাথীর পিতা ফারুক হোসেন জানান, বুধবার মাদ্রাসায় না যাওয়াই তার মা বকাবকি করে এই ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বাইরে কাজে থাকার সুযোগে সে ঘরে সংরক্ষিত কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক পান করে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জাকির হোসেন জানান, সাথীর অবস্থা খুব খারাপ হওয়ায় ওয়াশ করে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল সেখানে শিশুটির মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
মন্তব্য