সব
কাজশুরুর প্রায় এক দশক পর বহু প্রত্যাশিত বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের একটি ফ্লাইওভার খুলে দিতে যাচ্ছে কর্তৃপক্ষ।
অদ্য ১৫ই অক্টোবর-২০২২ এ ফ্লাইওভারটি সরেজমিনে পরিদর্শন করেন এবিএম আমিন উল্লাহ নুরী, সম্মানিত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, একেএম মনির হোসেন পাঠান, প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, মোঃ আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) জিএমপি, গাজীপুর, অশোক কুমার পাল, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) জিএমপি, গাজীপুর, হাফিজুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিএমপি, গাজীপুরসহ প্রকল্পটির সাথে সংশ্লিষ্ট পিডি, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনান্তে সচিব মহোদয় ফ্লাইওভারটিতে যানচলাচলের ক্ষেত্রে সুরক্ষা ও নিরাপত্তার ঘাটতি আছে মর্মে জানান এবং এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।
এ সময় জিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আলমগীর হোসেন, ফ্লাইওভারে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ, নিরাপত্তা ইস্যুসমূহ ও সম্ভাব্য সমাধানের বিষয়ে মতামত, পরামর্শ ও পর্যবেক্ষণ সমূহ সম্মানিত সচিব মহোদয়ের নিকট উপস্থাপন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, পর্যবেক্ষণ সমূহ বাস্তবায়নের প্রেক্ষিতে ফ্লাইওভারটি, খুলে দেওয়া হলে ফ্লাইওভারের নিচের সড়ক ও অন্যান্য নির্মাণ কাজ সমূহ দ্রুত শেষ করা যাবে এবং জনদূর্ভোগ লাঘবে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন হবে।
মন্তব্য