সব
১৪ অক্টেবর/২২ তারিখ ৫৩ তম বিশ্ব মান দিবস (World Standards Day)। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে।
এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ÔShared vision for a better world – Standards for SDGsÕ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ^ বিনির্মাণে – মান’।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার (১৪ অক্টেবর) সকাল ১০টায় জেলা রংপুর প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রংপুর মোঃ সাবিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ক্যাব রংপুর জেলার সভাপতি মোঃ আব্দুর রহমান, স্বাগত বক্তব্য প্রদান করেন উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর মফিজ উদ্দিন আহ্মাদ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (এসডিজি) জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা যা বাস্তবায়নের গুরুত্ব উপলব্ধি করতে হবে।
সকল উন্নয়ন যেন টেকসই হয় সেদিকে নজর দিতে হবে। বিএসটিআই স্ট্যান্ডার্ড নিয়ে সবাই কাজ করছে তাই সকল সেক্টর ভেজালমুক্ত হতে হবে। দেশে বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ অতীব জরুরী।
মন্তব্য