সব
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ পালন করা হয়েছে।
নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় একটি র্যালি নগরভবন থেকে শুরু হয়ে কাচারি মোড় প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয় এবং র্যালি শেষে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন, ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন ও ফারজানা ববি কাকলি, ০৩ নং জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ দিবসের প্রতিপাদ্যের আলোকে বক্তব্য রাখেন।
মন্তব্য